নিজস্ব প্রতিবেদক:
কৃষি মন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি বলেন, নাটোরের ঔষধি গ্রামে উৎপাদিত বিপুল পরিমাণ এলোভেরা অত্যন্ত সম্ভাবনাময়। আন্তর্জাতিক বাজারে এলোভেরার ব্যাপক চাহিদা রয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতির সংকট এখন কেটে গেছে। এলোভেরাসহ উৎপাদিত অন্যান্য ভেষজ প্রক্রিয়াজাতকরণ এবং বিপনন করতে পারলে কৃষকরা উপকৃত হবেন। কৃষকদের স্বার্থে এজন্যে কৃষি মন্ত্রণালয় কার্যকর সকল পদক্ষেপ গ্রহন করবে। ধান, শাকসব্জিসহ অন্যান্য ফসলের মত উৎপাদিত ঔষধি পণ্যের গবেষণা শুরুর ব্যাপারেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্ত্রী ভেষজ গ্রামের খোলাবাড়িয়া মধ্যপাড়া গ্রামে আদর্শ কৃষক জয়নাল আবেদীনের সাড়ে পাঁচশ’ প্রজাতির ঔষধি বৃক্ষের মিউজিয়াম পরিদর্শন করেন। পরে তিনি আমিরগঞ্জ ঈদগাহ মাঠে ভেষজ গ্রামের কৃষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের ঔষধি গ্রামে উৎপাদিত বিপুল পরিমাণ এলোভেরা অত্যন্ত সম্ভাবনাময়- কৃষি মন্ত্রী
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …