নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের তেগাছি এলাকা থেকে সুফিয়া বেগম নামের (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত দশটার দিকে এলাকার নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত সুফিয়া একই এলাকার মৃত মঞ্জিল হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়,গতকাল রাতে সুফিয়া তার শোবার ঘরে গিয়ে শুয়ে পড়ে। রবিবার বিকেল পর্যন্ত দরজা না খোলায় সন্ধ্যার পরে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তার মরদেহ দেখতে পায়। গলায় নখের দাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কিভাবে তার মৃত্যু হয়েছে এ ব্যাপারে জানাতে পারেনি পুলিশ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …