সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের উত্তর পটুয়াপাড়ায় বাড়ির ছাদ থেকে পড়ে নিহত ১

নাটোরের উত্তর পটুয়াপাড়ায় বাড়ির ছাদ থেকে পড়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের উত্তর পটুয়াপাড়া বাড়ির ছাদ থেকে পড়ে মোঃ মানিক নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মানিক জেলা প্রশাসকের কার্যালয়ের অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী।

পারিবারিক সূত্রে জানা যায় সন্ধ্যার পূর্বে মানিক নিজ বাড়ির ছাদে উঠে ফুল গাছের টবে পানি দিচ্ছিলেন। এ সময় হঠাৎ ছাদ থেকে ছিটকে পাশের বাগানবাড়ির প্রাচীরের উপরে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …