শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের উত্তরা গণভবনে ৮টি মুনিয়া পাখি অবমুক্ত

নাটোরের উত্তরা গণভবনে ৮টি মুনিয়া পাখি অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ৮টি তিলা মুনিয়া পাখি উদ্ধার করেছে জেলা প্রশাসন। বুধবার বিকেল ৪টার দিকে নীচাবাজার এলাকায় অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে পাখিগুলো উত্তরা গণভবনে অবমুক্ত করা হয়। 

নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়ামিন সাদেক জানান, নীচাবাজার এলাকায় তিলা মুনিয়া পাখি বিক্রি করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় ভ্রাম্যমান আদালত। তিলা মুনিয়া পাখি বাংলাদেশের বন্যপ্রাণী আইনে সংরক্ষিত হওয়ায় পাখি বিক্রেতা রাজশাহীর সাগরপাড়া এলাকার বাসিন্দা ওয়াহিদ আলীকে আটক ও ৮টি পাখি জব্দ করা হয়। ভবিষৎতে পাখি বিক্রি করবোনা এমন শর্তে লিখিত মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। পরে পাখিগুলো উত্তরা গণভবন চত্বরে অবমুক্ত করা হয়।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …