নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
সরকারি বিধি লঙ্ঘন করে নাটোরের আহমেদপুর এম.এইচ উচ্চ বিদ্যালয়ে চার শিক্ষক নিয়োগ বাতিলের দাবীতে এলাকাবাসীর উদ্যোগে ডাকা মানববন্ধন করতে দেয়নি পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে আহমেদপুরে এলাকাবাসী মানববন্ধনের উদ্যোগ নিলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যারা পাল্টা মানববন্ধনের উদ্যোগ নেয়। পরে সেখানে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে দুপক্ষকেই মানববন্ধন থেকে বিরত থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, আহমেদপুর এম.এইচ উচ্চ বিদ্যালয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে চার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এমন অভিযোগ করে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত দেয় স্থানীয় দুই জনপ্রতিনিধি।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …