সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের আরো তিন উপজেলা পেল এসি ল্যান্ড

নাটোরের আরো তিন উপজেলা পেল এসি ল্যান্ড

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের আরো তিন উপজেলা নলডাঙ্গা, লালপুর, গুরুদাসপুর নতুন সহকারি কমিশনার (ভূমি)। সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ দায়িত্ব প্রাপ্ত তিনজনকে পদায়ন করেন এবং তাদের দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে তাছমিনা খাতুন, গুরুদাসপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে আবু রাসেল এবং লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে শাম্মী আক্তার আজ যোগদান করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানান, মোহম্মদ শাহরিয়াজ পিএএ, জেলা প্রশাসক, নাটোর। পাশাপাশি তিনি কর্মক্ষেত্রে তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বেশ কিছুদিন যাবৎ সহকারী কমিশনার (ভূমি) পদগুলো শূন্য থাকায় উপজেলার ভূমি সংক্রান্ত কাজের খুব সমস্যা হচ্ছিল এলাকার জনগণের। তাদের যোগদানে এলাকায় এ সমস্যার সমাধান হবে বলে আশাবাদী তারা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …