মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের আব্দুলপুরে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে এক ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত

নাটোরের আব্দুলপুরে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে এক ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের আব্দুলপুর রেল স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে এক ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এ সময় ওই লাইন দিয়ে অন্য ট্রেন না আসলেও উত্তরাঞ্চলের বিভিন্ন ট্রেনের সময়সুচিতে এক ঘন্টা ব্যাবধান হয়। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে লালপুর উপজেলার আব্দুলপুর জংশনে এই ঘটনা ঘটে।

নাটোর রেলওয়ে স্টেশনের মাস্টার অশোক চক্রবর্ত্তী জানান, সৈয়দপুর থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি বেলা সাড়ে ১১ টায় আব্দুলপুর জংশন ছেড়ে যায়। এ সময় জংশনের পাশে হঠাৎকরে ট্রেনটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে অন্য ইঞ্জিন দিয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে নিয়ে আসা হয়।
এতে এক ঘন্টা ট্রেনটি বন্ধ থাকে। তবে অন্য কোন ট্রেনের চলাচলে কোন সমস্যা হয়নি। কিন্তু ওই লাইন দিয়ে চলাচল করা উত্তরাঞ্চলের ট্রেনের সময়সুচিতে কিছুটা বিলম্ব হবে। 

আরও দেখুন

নাটোরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ই- গভন্যাস ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ …