শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের অবিসংবাদিত নেতা শংকর গোবিন্দ চৌধুরীর ২৬ তম প্রয়াণ বার্ষিকী পালিত

নাটোরের অবিসংবাদিত নেতা শংকর গোবিন্দ চৌধুরীর ২৬ তম প্রয়াণ বার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের অবিসংবাদিত নেতা শংকর গোবিন্দ চৌধুরীর ২৬ তম প্রয়াণ বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে দিবসের শুরুতে আজ ১৩ সেপ্টেম্বর সোমবার সকাল সাতটার দিকে শহরের নীচাবাজারস্থ নিজ বাসভবনে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য সহ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেন নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সাজেদুর রহমান খান, শংকর গোবিন্দ চৌধুরী তনয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মালেক শেখ, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রসাদ তালুকদার, শিক্ষাবিদ অধ্যাপক সুবীধ মৈত্র অলক, প্রেসক্লাবের সভাপতি জালাল আহমেদ, বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, ছাতনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি অপুর্ব চক্রবর্তীসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পৌর কর্মচারী কল্যাণ পরিষদ যুবলীগ ছাত্রলীগ, নাটোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ধর্মীয় অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে সকাল আটটার দিকে সদর উপজেলার ছাতনী মহাশ্মশানে তার বেদিতে শ্রদ্ধা নিবেদন পবিত্র গীতা পাঠ, তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৯৫ সালের এই দিনে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক গভর্নর, সাবেক সংসদ সদস্য, সাবেক পৌর চেয়ারম্যান স্বাধীনতা পদক প্রাপ্ত অবিসংবাদিত নেতা শংকর গোবিন্দ চৌধুরী পরলোকগমন করেন।

আরও দেখুন

নাটোরে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাসদের মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, নাটোরে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাসদের মানববন্ধন এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। …