রবিবার , এপ্রিল ১৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরেও চলছে বিসিএস ক্যাডার চিকিৎসকদের কর্মবিরতি

নাটোরেও চলছে বিসিএস ক্যাডার চিকিৎসকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,সারাদেশের ন্যায় নাটোরেও চলছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার চিকিৎসকদের কর্মবিরতি। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুসারে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম” আয়োজিত নাটোর আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছেন তারা। কর্ম বিরতিতে অংশগ্রহণ করে তারা জানান, যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন যাবত কাঙ্খিত পদোন্নতি না হওয়ায় পদোন্নতির দাবিতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ৮, ৯ ও ১০ মার্চ সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। এসময় তারা বলেন, দাবি আদায় না হলে আগামী ১১ মার্চ থেকে লাগাতার ধর্মঘট চালিয়ে যাবেন তারা। বাংলাদেশ চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, এমবিবিএস/বিডিএস ডিগ্রীর বৈশ্বিক বীকৃতি বজায় রাখতে এবং আন্ত ক্যাডার বৈষম্য নিরসনে; স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি”
২-দফা দাবি পদোন্নতিযোগ্য সকল বিশেষজ্ঞ চিকিৎসকদের অতিসত্বর ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রদান নিশ্চিত করতে হবে। গ্রেড প্রাপ্ত সবাইকে নির্দিষ্ট সময়কাল পরপর ২য় ও ১ম গ্রেড প্রদান করে যোগ্য পাওনা দিতে হবে। আগামী ৮-১০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দাবি আদায়ের না হলে ১১ মার্চ থেকে অনির্দিষ্ট কালের জন্য সকল হাসপাতালে পূর্ণ কর্মবিরতি পালন করা হবে। এসময় শুধুমাত্র জরুরী সেবা চলমান থাকবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন,
মেডিসিন বিশেষজ্ঞ রবিউল আওয়াল, মেডিসিন বিশেষজ্ঞ ডা. পিয়াস, নারী ও শিশু বিশেষজ্ঞ তসলিমা আক্তার, আকলীমা খাতুন প্রমুখ।

আরও দেখুন

নাটোরে মাদ্রাসা থেকে শিক্ষার্থী মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে মাদ্রাসার একটি কক্ষ থেকে মক্তব বিভাগের শিক্ষার্থী সিয়াম হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। …