নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরস্থ সিংড়া কল্যান সমিতির আয়োজনে বন্যা কবলিত সিংড়ার দুটি ইউনিয়নের আশ্রয় কেন্দ্র গুলোতে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে দিনব্যাপী সিংড়া উপজেলার লালোর ও কলম ইউনিয়নে আশ্রিত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ হিসেবে শুকনা খাবারগুলো বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, টোষ্ট বিস্কুট, স্যালাইন, সাবান ও মাস্ক বিতরণ করা হয়। ত্রাণ বিতরনী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরস্থ সিংড়া কল্যান সমিতির সভাপতি ডাঃ এইচ এম আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক জিপি এড. আসাদুল ইসলাম, অধ্যক্ষ মকছেদ আলী প্রাং, ডাঃ এম এ মোমিন , অধ্যাপক শামসুল ইসলাম, মীর আব্দুর রাজ্জাক, আব্দুল হাকিম, আসাদুজ্জামান লিটন, জাহাঙ্গীর হোসেন, জয়নাল আবেদিন, ড.হেলাল উদ্দিন, ফরিদ হোসেন, ফজলুর রহমান, আকরাম হোসেন ও রুস্তম আলী। এ ছাড়াও দুটি ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।