সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা হাট চলছেই !

নলডাঙ্গা হাট চলছেই !

নাটোরের নলডাঙ্গা হাট চলছেই ! সারাদেশ সহ বিশ্ব যেখানে হোম কোয়ারেন্টাইনে এমন কি লকডাউনে চলে যাচ্ছে তখন নলডাঙ্গা হাট চলছেই ! শুরু থেকেই মনে হয়েছে এখানে যেন করোনাভাইরাসের কোন ঝুঁকিই নেই। কেউ যেন পরোয়াই করছে না করোনা নামক এই মারণব্যধির সংক্রমণকে।

বছরের প্রথম দিনে নলডাঙ্গাতে বসেছে জমজমাট হাট। হাটের কাঁচাবাজার এর আগে ননলডাঙ্গা হাই স্কুল মাঠে বসানোর ব্যবস্থা করা হলেও আজ সকাল থেকেই নলডাঙ্গা বাজারের মাছ বাজার রোড ও ব্রীজের পাশ দিয়ে বসে কাঁচাবাজার।

আজ মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটের ক্রেতা বিক্রেতাদের মধ্যে কোন রকম সামাজিক দূরত্ব পালন করা হচ্ছে না উপরন্তু উপচে পড়া ভিড়। যেন দেখার কেউ নেই। এদিকে হাট চালিগুলোতে কিছু দোকান বসলেও হাটের স্থায়ী সব দোকান খোলা ছিল।

উল্লেখ্য, নারদ বার্তায় সংবাদ প্রকাশের পর গত শনিবার থেকে নলডাঙ্গায় পেঁয়াজের হাট বন্ধ করা হয়। এরপর থেকে পেঁয়াজের পাইকাররা কৃষকের বাড়ি বাড়ি থেকে পেঁয়াজ সংগ্রহ শুরু করে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …