সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা শিক্ষা প্রতিষ্ঠানে চলচ্চিত্র প্রদর্শনী

নলডাঙ্গা শিক্ষা প্রতিষ্ঠানে চলচ্চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নলডাঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠানে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বুড়িরভাগ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত, সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় আলোচনা সভাও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

এলাকার বিপুল সংখ্যক দর্শক শ্রোতা এই চলচ্চিত্র উপভোগ করেন। এটি পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায় প্রদর্শন করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …