শুক্রবার , মার্চ ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা রেলওয়ে ব্রিজের নিচ দিয়ে ঝুঁকিপূর্ণ যান চলাচল

নলডাঙ্গা রেলওয়ে ব্রিজের নিচ দিয়ে ঝুঁকিপূর্ণ যান চলাচল

নিজস্ব প্রতিবেদক,নলডাঙ্গা: নাটোরের নলডাঙ্গা রেলওয়ে ব্রিজের নিচ দিয়ে ঝুঁকিপূর্ণ যান চলাচল করছে। দীর্ঘ দিন নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশ থেকে পূর্ব দিকে প্ল্যাটফর্মের ওপর দিয়ে যানবাহন এবং মানুষ চলাচল করত। স্টেশনের প্লাটফরমের পাশে দিয়েই ছিল একমাত্র চলাচলের পথ। অনুনমোদিত গেটের মধ্যে দিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় পৌরসভার উদ্যোগে ব্রিজের নিচে দিয়ে হেরিং বন্ড রাস্তা তৈরি করা হয়। এবারের বড় বন্যায় নদীর পানি অধিকতর বৃদ্ধি পাওয়ায় রাস্তাটির ইট বিভিন্ন জায়গায় দেবে যায়। এতে নিচের গুরুত্বপূর্ণ সড়ক দিনদিন অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। এতে করে প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটে থাকে। বৃস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে মাটি বোঝাই ট্রলি দুর্ঘটনায় কবলে।পড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় ট্রলির চালক। যানবাহনের চালকদের আশঙ্কা যেকোনো সময় নদীর মধ্যে পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অবিলম্বে সড়কটি দ্রুত সংস্কারের দাবী করছে ভূক্তভূগীরা। বিষয়টি নিয়ে নলডাঙ্গা পৌরসভা ভারপ্রাপ্ত মেয়র সাহেব আলীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, জনগণের সুবিধার্থে তার উদ্যোগেই‌ রেলওয়ে ব্রিজ এর নিচে দিয়ে এই রাস্তাটি তৈরি করা হয়েছিল। যাতে জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারে। কিন্তু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাস্তাটি দেবে যায় এতে চলাচলে বিঘ্ন ঘটছে বিষয়টি তিনি অবগত আছেন। তিনি আরো জানান খুব শীঘ্রই এই রাস্তাটি উঁচু করে গাইডওয়াল দিয়ে নির্বিঘ্নে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেয়া হবে।

আরও দেখুন

নাটোরের নলডাঙ্গায় স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা, ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় মোঃ হিমেল হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রকে বাড়ি থেকে ডেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *