রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / গণমাধ্যম / নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের সমন্বয়ে নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটের কমিটি গঠন করা হয়েছে।

১২ অক্টোবর রবিবার দুপুরে স্থানীয় একটি মিডিয়া হাউসে নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটের সকল সদস্যের সম্মতিক্রমে, দৈনিক বিশ্ব মানচিত্র প্রতিনিধি, ইউসুফ হোসেন জুয়েলকে সভাপতি ও চ‍্যানেল টি-ওয়ান প্রতিনিধি আরিফ হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয় এবং তিন সদস্যের উপদেষ্টা পরিষদ ও ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

উপদেষ্টা পরিষদ সদস্য বৃন্দ হলেন,দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি এস এম ফখরুদ্দিন ফুটু, দৈনিক সানশাইন ও পদ্মাটাইমসের প্রতিনিধি জহুরুল ইসলাম,ও দৈনিক জনতার প্রতিনিধি রেজাউল করিম।

শিক্ষাবার্তা ডট কম ও দৈনিক পত্রিকার প্রতিনিধি মাহমুদুল হাসান মুক্তাকে সহ-সভাপতি, আমার সংবাদ ও সজাগ নিউজের প্রতিনিধি ফজলে রাব্বীকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক প্রতিবাদী কন্ঠের প্রতিনিধি বাবলুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক উত্তরবঙ্গ বার্তার প্রতিনিধি আল-আমিন ইসলামকে দপ্তর সম্পাদক, বাংলাদেশ চিত্র এর প্রতিনিধি রবিউল ইসলামকে কোষাধক্ষ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক চলনবিলের খবরের ফরহাদ হোসেন।

কার্যনির্বাহী সদস্য বৃন্দ হলেন, ৭১টিভি ও যায়যায়দিন প্রতিনিধি রানা আহমেদ, নারদ বার্তার সুরজিত সরকার, বাংলাদেশ আলোর প্রতিনিধি কামাল উদ্দিন, দৈনিক প্রতিবাদী কন্ঠ ও দৈনিক সময়ের বাণীর প্রতিনিধি জামিল হায়দার জনি, চলন বিলের খবরের হুমায়ুন রশীদ।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …