নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গা পৌরসভা এলাকা ৭ দিনের লকডাউন

নলডাঙ্গা পৌরসভা এলাকা ৭ দিনের লকডাউন


নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নাটোরের নলডাঙ্গা পৌরসভা এলাকায় সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। নাটোর জেলা প্রশাসক ও করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত জেলা কমিটির সভাপতি শামীম আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা সংক্রমণ রোধে (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে ২২ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৯ জুন সন্ধ্যা ৬ টা পযন্ত নলডাঙ্গা পৌরসভা এলাকায় কঠোর লকডাউন কার্যকর থাকবে। এ সময় সব ধরণের কার্যক্রম বন্ধে আট দফা নির্দেশনা দেওয়া হয়েছে। সকলকে লকডাউন ও নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ঔষুধ , চিকিৎসা সেবা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ লকডাউন কার্যকর করতে জরুরী সভা করছে উপজেলা প্রশাসন।

বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, জেলা পরিষদ সদস্য রইস উদ্দিন রুবেল প্রমুখ।

আরও দেখুন

নাটোরে গুরুদাসপুরে পৃথক দুটি অভিযানে দেশি বিদেশী মদ সহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুর পুলিশের অভিযানে ৯৫ বোতল দেশি ও বিদেশি মদসহ ৩ জনকে আটক …