নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির এর বাড়িতেও হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ ২৩ অক্টোবর দুপুর দেড়টার দিকে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের ওপর হামলা করে দুর্বৃত্তরা। পরে নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনিরের বাড়িতেও হামলা করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং বাইরে রক্ষিত পৌরসভার একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পৌর মেয়র জানান, কি কারণে তার বাড়িতে হামলা এবং ভাঙচুর করা হলো তা তিনি জানেন না। তৌহিদুর রহমান লিটন এবং রইস উদ্দিন রুবেলের নেতৃত্বে হামলা চালানো হয় বলে জানান তিনি। এই হামলার কারণে তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান।
হামলার ঘটনায় অভিযুক্ত তৌহিদুর রহমান লিটন জানান, আমরা ঘটনাস্থলে ছিলামই না কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাও আমরা জানিনা।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মেয়রের বাড়িতে হামলার খবর তিনি পাননি অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …