নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
জীবন যাত্রার মান উন্নয়নকে গুরুত্ব দিয়ে নাটোর জেলার নলডাঙ্গা পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃৃহস্পতিবার (২৪ জুন) সকাল সাড়ে ১১ টায় নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির ২০২১-২০২২ অর্থ বছরের জন্য সীমিত আকারে সাস্থ্যবিধী মেনে আয়-ব্যয় সমান রেখে ৯ কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।
মেয়র মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নলডাঙ্গা পৌরসভার কাউন্সিলর মাহমুদুল হাসান ফকির মুক্তা, ফরহাদ হোসেন, জামাল হোসেন, সামসুন্নাহার বেগম, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ফজলে রাব্বী, রানা আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, নলডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব তাজুল ইসলাম ও উপস্থাপনা করেন নলডাঙ্গা পৌরসভার সার্ভেয়ার (কার্য-সহকারী) লিয়াকত আলী।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …