সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা পৌরসভায় ৫জন মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন

নলডাঙ্গা পৌরসভায় ৫জন মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন পত্র জমাদান করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুজ্জামন মনির, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাহেব আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজমুল করিম, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন এছাড়া বিএনপির প্রার্থী হিসেবে পৌর বিএনপির আহ্বায়ক আব্বাস আলী নান্নু আজ শেষ দিনে মনোনয়ন পত্র জমাদান করেছেন।

নলডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল আজ ২০ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর এবং ১৬ জানুয়ারি ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …