নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নাটোরের নলডাঙ্গা থেকে ফেন্সিডিলসহ মিঠুন সরকার (২৪)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাপাতিল থেকে ৯২ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে র্যাব। আটক মিঠুন সোনা পাতিল গ্রামের মৃত ভুট্টু সরকারের ছেলে।
সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি এস, এম, জামিল আহমেদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যা বের একটি অপারেশন দল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার সোনাপাতিল গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ৯২ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …