বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার

নলডাঙ্গা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:

নাটোর জেলার নলডাঙ্গা থেকে ধর্ষণ ও চুরি মামলার পলাতক প্রধান আসামী মোঃ মিলন (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব। আজ ৪ জুলাই মঙ্গলবার রাত তিনটার দিকে উপজেলার ভট্টপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।  গ্রেফতারকৃত মিলন নাটোর সদর থানার মল্লিকহাটি মহল্লার মোঃ মুসার ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল আজ ৩ টার দিকে নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে নাটোর সদর থানার একটি ধর্ষণ ও চুরির মামলার এজাহারভূক্ত পলাতক আসামী মিলনকে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, মোঃ মিলন (৪০) তার অপর ২ (দুই) সহযোগী সহায়তায় গত ৫ জুন রাতে ভিকটিমের ঘরে প্রবেশ করে। পরে ভিকটিমকে মারধর করে জোরপূর্বক ধর্ষণ করে এবং ভিকটিমের নিকটে থাকা স্বর্ণালংকার ও টাকা চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ভিকটিম বাদী হয়ে নাটোর জেলার সদর থানায় মিলন এবং তার সহযোগীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড হওয়ার পর গ্রেফতার এড়ানোর জন্য মিলন ও তার সহযোগী প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে আত্মগোপনে চলে যায়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …