নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা থেকে একটি অসুস্থ হনুমান উদ্ধার করেছে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও বিবিসিএফ এর সদস্যরা। বিবিসিএফ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ফজলে রাব্বী বলেন, হনুমানটি বেশ কিছুদিন থেকে নলডাঙ্গাসহ নাটোরের বিভিন্ন এলাকায় বিচরণ করছে। গতকাল শনিবার সন্ধ্যায় নলডাঙ্গায় একটি ট্রেনের সাথে ধাক্কা খায়, এতে হনুমানটি অসুস্থ হয়ে পরে।
নলডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি আঃ রাজ্জাক মিলন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে বিষয়টি জানালে, রাতেই বিবিসিএফ সদস্যদের সহযোগীতায় হনুমানটিকে শনিবার রাত ১২টার দিকে উদ্ধার করে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।
হনুমানটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের এফ জি লালন, জুনিয়র ওয়াইন্ড স্কাউট ফাহমিদ চৌধুরি, বিবিসিএফ এর দপ্তর সম্পাদক ফজলে রাব্বীসহ প্রমূখ।