বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

নলডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। আটককৃতরা হলেন উপজেলার গৌরীপুর গ্রামের মৃত হাসেন আলীর ছেলে ওবায়দুল ইসলাম (৪০) এবং শাহাদ শাকিদারের ছেলে লিটন শাকিদার(৩২)। শনিবার (৫ফেব্রুয়ারি) রাত্রে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের।

পুলিশ সূত্রে জানা যায়, অনেকদিন যাবত ওই মাদক ব্যবসায়ীরা বিভিন্নভাবে বাইরে থেকে গাঁজা নিয়ে এসে এলাকায় বিক্রি করতো। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল পুলিশের একদল চৌকস বাহিনী উপজেলার গৌরীপুর গ্রামের আশিক উদ্দিনের বাড়ির উত্তর পাশের পাকা রাস্তার উপর থেকে গ্রেপ্তার করে তাদের।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকদ্রব্য বিষয়ে আমাদের জিরো টলারেন্স এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …