বিশেষ প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুলে শহর অভিমুখী একটি সড়কের ধারে পলিব্যাগে মানুষের রক্তমাখা নাড়িভুঁড়ি পরে থাকতে দেখে পুরো এলাকায় খুনের গুজব ছড়িয়ে পরেছে।
আজ সকালে সড়কের ধারে রক্তমাখা মেডিকেল বর্জ্য পরে থাকতে দেখে মুহূর্তেই পুরো এলাকায় খুনের গুজব রটিয়ে যায়। বিভিন্ন গ্রাম থেকে উৎসুক লোকজন অটোভ্যান, মোটর সাইকেল, সাইকেল নিয়ে এসে দেখতে ভীড় জমায়।
গুজবের প্রভাবে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী জানান, “ওখানে একটা লোকের লাশ পাওয়া গেছে টুকরা টুকরো, আমরা এরকমটা শুনে এসেছি। এসে দেখলাম নাড়িভুঁড়ি সিরিজ এগুলা। “ভ্যানে করে আসা আরেক প্রত্যক্ষদর্শীর সাথে কথা বললে জানা যায়”ওখানে নাড়িভুঁড়ি পরে আছে শুনে তাই দেখতে আসছিলাম।”
বিষয়টি নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ কে অবগত করা হলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এসব রক্তমাখা পলিব্যাগে নাড়িভুঁড়ি দেখে নিশ্চিত করেন এগুলা বেসরকারী ক্লিনিক্যাল বর্জ্য। এছাড়াও তিনি পরিবেশ দূষণ রক্ষার্থে স্থানীয় ইউপি সদস্য ঈমান আলী মোল্লাকে বর্জ্য অপসারণের দায়িত্ব দিয়ে যান।