বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গা উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয় স্থাপনের উদ্দ্যোগ নিচ্ছে জেলা প্রসাশন

নলডাঙ্গা উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয় স্থাপনের উদ্দ্যোগ নিচ্ছে জেলা প্রসাশন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয় স্থাপনের উদ্দ্যোগ নিতে যাচ্ছে জেলা প্রশাসন। বুধবার বেলা ১১ টার দিকে এ উপলক্ষে নলডাঙ্গা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সহকারী ভূমি কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিবুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, নাটোর জেলা রেজিষ্ট্রার শফিকুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান ) শিরিনা আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, ব্রহ্মপুর ইউপির চেয়ারম্যান আশরাফুজ্জামান মিঠু,মাধনগর ইউপি চেয়ারম্যান জব্বার মৃধা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন,উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি তছির উদ্দিন,সাধারন সম্পাদক গাজী সরদার প্রমুখ। মতবিনিময় সভায় নলডাঙ্গা ডাক বাংলা কার্যালয়ে এ সাব-রেজিষ্টির কার্যালয় স্থাপনের সিন্ধান্ত হয়।

উল্লেখ্য, ২০১৩ সালে নলডাঙ্গা উপজেলা গঠিত হলেও ১ যুগেও সাব-রেজিষ্ট্রার কার্যালয় চালু না হওয়ায় জমি রেজিষ্ট্রার করতে নাটোর জেলা সদরে যেতে হয় এলাকার সাধারন মানুষদের।এতে অতিরিক্ত খচরসহ নানা ভোগান্তিতে পড়তে হতো।দীর্ঘদিন থেকে নলডাঙ্গায় সাব-রেজিষ্ট্রার কার্যালয় স্থাপনের দাবী করে আসছিল দলিল লেখক সমিতিসহ সাধারন মানুষ। অবশেষে নাটোর জেলা প্রশাসকের উদ্দ্যোগে নলডাঙ্গা উপজেলা সাব-রেজিষ্ট্রার স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …