সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদ পুনর্বহাল

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদ পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক,নলডাঙ্গা:

নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে স্বপদে বহালের আদেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আজ ২৯ আগস্ট মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাসুরা বেগম স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশ দেওয়া হয়।

এর আগে ১৬ জুলাই এক পিডিশনের ভিত্তিতে মহামান্য হাইকোর্ট থেকে তাকে স্বপদে বহালের নির্দেশনা দেওয়া হয়। উল্লেখ্য, ছাত্রলীগ নেতা জামিউল ইসলাম জীবন হত্যা মামলার চার্জশিটে নাম থাকায় এই বছরের ১৪ জুন নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। হিমালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপজেলা-০১ শাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …