রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা উপজেলা আ.লীগের সম্মেলন ৮ ডিসেম্বর

নলডাঙ্গা উপজেলা আ.লীগের সম্মেলন ৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক,নলডাঙ্গা: নাটোরের নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৮ ডিসেম্বর রবিবার। সম্মেলনের জন্য কাউন্সিলর সংখ্যা চুড়ান্ত করেছে উপজেলা আওয়ামী লীগ।  এবারের সম্মেলনে কাউন্সিলর সংখ্যা ২৬০ জন। যারা আগামী তিন বছরের জন্য উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব নির্ধারণ করবেন। উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশিরা মাঠে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছে। নলডাঙ্গা  উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে প্রচার-প্রচারনা চালাচ্ছেন ৫ জন প্রার্থী ও সাধারণ সম্পাদক পদে প্রচার-প্রচারনা চালাচ্ছেন ৩ জন প্রার্থী।  সভাপতি পদের জন্য লড়ছেন নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজ, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ,জেলা আওয়ামী লীগের সদস্য ও নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম ফখরুদ্দিন ফুটু মাস্টার ও জেলা পরিষদের সদস্য রইস উদ্দিন রুবেল। সাধারণ সম্পাদক পদের জন্য লড়ছেন নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলী মন্ডল , নলডাঙ্গা  উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান লিটন, ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আক্তার হোসেন। নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজ বলেন, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে মোট ২৬০ জন কাউন্সিলর চুড়ান্ত করা হয়েছে। নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের  সম্মেলন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *