নিজস্ব প্রতিবেদক,নলডাঙ্গা: দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ০৮ ডিসেম্বর রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নলডাঙ্গা উপজেলা চত্বরে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে সম্মেলন স্থলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নাটোর-২ ( সদর-নলডাঙ্গা) এর সাংসদ শফিকুল ইসলাম শিমুল এমপি। স্বত:স্ফুর্ত ভাবে বিভিন্ন ইউনিয়ন থেকে দলের কয়েক হাজার নেতা-কর্মী দলে দলে এসে সম্মেলনে যোগ দেয়। এতে দলীয় নেতা কর্মীদের স্বতফুর্ত অংশগ্রহণ আর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সম্মেলনটি নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে। পরে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি। প্রধাণ অতিথি বলেন ” ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। যারা নেতৃত্বে আসবে তাদের আবশ্যই দেশপ্রেমিক হতে হবে। আর কোন মাস্তান,সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকসেবী, রাষ্ট্রদ্রোহী কেউ নেতৃত্বে আসবে না, যদি অজান্তে এসেও যায় তাহলে পরে কমিটি থেকে বাদ দেওয়া হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন এর এম পি ও নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার,নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জজ কোর্টের পিপি এ্যাডঃ সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী,যুগ্ম সাধরণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মালেক শেখ, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস সহ অন্যান্যে নের্তৃবৃন্দ
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …