বিশেষ প্রতিবেদকঃ
গতকাল শনিবার (২ মে) পর্যন্ত নলডাঙ্গা উপজেলার মোট ফলনের ১৬ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে বলে আজ সকালে নারদবার্তা’কে নিশ্চিত করেছেন নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম। হালতি বিল সহ এবার নলডাঙ্গা উপজেলাতে মোট ৮১৫০ হেক্টর জমিতে ধান রোপন করা হয়। যার মধ্যে ১৬ শতাংশ (১৩০৪ হেক্টর) জমির ধান কাটা শেষ হয়েছে।
কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম আরও বলেন, ধান বিভিন্ন পর্যায়ে রয়েছে। কিছু কিছু এলাকায় ধান কাটা শুরু হয়নি কারণ সবখানে ধান এক সঙ্গে লাগানো হয় না।
আবহাওয়া ভালো থাকলে আমরা আশা করতে পারি আগামী পনের দিনের মধ্যে হালতি বিলের ধান কাটা সম্পন্ন হয়ে যাবে। এবার ধানের ফলন ভালো হয়েছে। ধান ক্ষতিগ্রস্ত হয়নি। ধান কাটার শ্রমিকের সংকট নেই। এই দিকগুলো কৃষককে ভাল মূল্য পেতে সাহায্য করবে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা।