রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গা উপজেলার মির্জাপুরদীঘা গ্রামে রাতে পুকুর খনন

নলডাঙ্গা উপজেলার মির্জাপুরদীঘা গ্রামে রাতে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
সারা পৃথিবীর মানুষ যখন করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত ঠিক সেইসময় রাতের বেলায় শুরু করে পুকুর খনন জমির মালিক লালন ঘোষ।

জানা গেছে, রাত১০টার পর থেকে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের কাজ শুরু করে। সারারাত চলমান থাকে এই পুকুর খননের কাজ। মাটি বয়ে নিয়ে যাওয়া ট্রাক্টর এর শব্দে এবং ধুলায় অতিষ্ঠ এলাকাবাসী। দিনের বেলায় উপজেলা প্রশাসন পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও রাতের বেলায় কেউ না থাকায় নির্বিঘ্নে চলছে পুকুর কাটার কাজ। সন্ধ্যে ছয়টার পর বাড়ির বাইরে না থাকার নির্দেশনা থাকলেও পুকুর খনন কিভাবে চলছে এই প্রশ্ন এলাকাবাসীর।

এলাকাবাসী জানায়, পুলিশ ইউএনওকে পুকুর খননের বিষয়টি জানানোর পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তারা।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …