রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা উপজেলাবাসীর আয়োজনে সাবেক সর্বহারা নেতার বিরুদ্ধে মানববন্ধন

নলডাঙ্গা উপজেলাবাসীর আয়োজনে সাবেক সর্বহারা নেতার বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
নলডাঙ্গা উপজেলাবাসীর আয়োজনে সাবেক সর্বহারা নেতা আতাউর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সাবেক সর্বহারা নেতা আতাউর রহমানের চাঁদাবাজি, মারপিট, হত্যার হুমকি, ভূমি দখল সহ নানা অভিযোগ আনেন।

তারা আরও অভিযোগ করেন প্রধানমন্ত্রী সাধারণ ক্ষমা ঘোষণার পর সরকারের কাছ থেকে আর্থিক সুবিধাও পেয়েছেন আতাউর। সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে আবারো বেপরোয়া হয়ে উঠেছে আতাউর।

এ ব্যাপারে আতাউরের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, যারা দখলবাজ চাঁদাবাজ তারাই আমার নামে মিথ্যা অভিযোগ করে মানববন্ধন করেছে। আমি লোকজনকে সহায়তা করি বলেই তারা আমার বিরুদ্ধে লেগেছে। এলাকার লোকজনের সাথে আমার সবচেয়ে ভালো সম্পর্ক।

আরও দেখুন

নাটোরে আইনজীবীর উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার …