নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলা চত্বরে অনুষ্ঠানটির আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। মহিলা বিষয়ক কর্মকর্তা শাহীনা খাতুনের সঞ্চালনায় টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্য বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।
সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, কৃষি বিষয়ক কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস, সমাজসেবা অফিসার সুমন সরকারসহ স্থানীয় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় নারী নেতৃবৃন্দ।
