বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের মামলায় একজন গ্রেফতার

নলডাঙ্গায় ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের মামলায় একজন গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় পাঁচ বছরের এক শিশু কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে জয়নাল সরদার (৩৪) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় শিশু কন্যার মা বাদী হয়ে মাামলা দায়ের করলে রাতেই অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যাক্তি উপজেলার বাঙ্গাল খলসি পূর্ব  গ্রামের বাসিন্দা।

নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে অভিযুক্ত ব্যক্তির নিজ বাড়িতে পাশের বাড়ির ওই শিশু কন্যা আসে। এসময় শিশুকে ঘরে ডেকে চকলেটের লোভ দেখিয়ে গোপনাঙ্গে হাত দেয়। পরে বাড়িতে গিয়ে শিশু কন্যা ঘটনাটি খুলে বলে। শিশু কন্যার পরিবার গত বুধবার রাতে জয়নাল সরদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় রাতেই অভিযুক্ত জয়নাল সরদারকে আটক করে ওই মামলায় ফেব্রুয়ারি দেখিয়ে বৃস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …