সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করেছেন এলাকাবাসী

নলডাঙ্গায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করেছেন এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার নাটোরের নলডাঙ্গা উপজেলার হরিদাখলসী গ্রামে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করেছেন এলাকাবাসী। হরিদাখলসী সোনারপাড়া রাজবাড়ির মোড় হতে বানুরভাগ ব্রিজ পর্যন্ত দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে গ্রামবাসী দীর্ঘদিন থেকে অনেক কষ্টে চলাচল করছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের রাস্তাটি সংস্কারের জন্য বার বার বলা হলেও কোনো কাজে আসেনি। হরিদাখলসি গ্রামের মইন আলী, রাসেল সোনার, জফির প্রাং,রানা প্রাং, মেহেদী হাসান।

আলাউদ্দিন সোনার জানান,তারা গত মঙ্গলবারে গ্রামে একটি জরুরি সভা করে রাস্তার প্রায় এক কিলোমিটার অংশ নিজেরা সংস্কার করার সিদ্ধান্ত নেন। স্বতস্ফূর্তভাবে এ কাজে অংশ নেওয়ার ঘোষণা দেন গ্রামবাসী। আর সেই মোতাবেক মঙ্গলবার থেকে তারা ইট ও রাবিস ফেলে রাস্তাটি সংস্কার করতে শুরু করেছেন। আগামীতে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে জনস্বার্থে আরও গুরুত্বপূর্ণ কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …