বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গায় সেনাবাহিনীর জীবানুনাশক স্প্রে ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান

নলডাঙ্গায় সেনাবাহিনীর জীবানুনাশক স্প্রে ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
করোনা ভাইরাস প্রতিরোধে নাটোরের নলডাঙ্গা বিভিন্ন বাজার রাস্তা, মসজিদ জীবানুনাশক স্প্রে করেছে সেনাবাহিনী। রবিবার দুপুরে নলডাঙ্গা বাজারসহ ৫টি ইউনিয়নের বিভিন্ন সড়ক, মসজিদ সহ বিভিন্ন জীবানুনাশক স্প্রে করেন এবং জনসচেতনায় সামাজিক দূরত্ব বজায় রাখা ও সবাই কে ঘরে থাকার আহŸান করেন।এসময় মেজর কামরুল,উপজেলা চেয়ারম্যান আসাদ্দুজ্জামান আসাদ,উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির,উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আব্দুল আলীম,নলডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাহেব আলীসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি বলেন, কোথাও যেন জনসমাগম না হয় বা অযথা বাহিরে না বের হয়ে বাড়িতে অবস্থান করে সে বিষয়ে তারা নজরদারি করছেন। মানুষকে করোনা সম্পর্কে বোঝাচ্ছেন তারা। সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনগণকে বাড়িতে নিজে নিরাপদে থাকার ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দিচ্ছেন।

আরও দেখুন

নাটোরের লালপুরে মসজিদে ‘জয় বাংলা’ কাণ্ডে সেই সাইনবোর্ড দান করা ব্যক্তিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক লালপুর……………………… নাটোরের লালপুর উপজেলায় একটি মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ বার্তা প্রদর্শিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *