নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় সুবিধাবঞ্চিতদের মাঝে সেনা মেডিক্যাল টিমের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

নলডাঙ্গায় সুবিধাবঞ্চিতদের মাঝে সেনা মেডিক্যাল টিমের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নাটোরের নলডাঙ্গায় সুবিধা বঞ্চিতদের মাঝে সেনা মেডিক্যাল টিমের সদস্যরা চিকিৎসা সেবা প্রদান করেছে। আজ শনিবার সাড়ে ১০টার দিকে নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাসুদেবপুরে অবস্থিত নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সেনাবাহিনীর ১৭ প্যারা পদাতিক ব্যাটেলিয়নের ব্যবস্থাপনায় ২১ ফিল্ড অ্যাম্বুলেন্স এই চিকিৎসা সেবা প্রদান করে।

এ সময় নাটোরের দায়িত্বরত অধিনায়ক লেফট্যেনান্ট কর্নেল আরিফের নেতৃত্বে লেফট্যেনান্ট ড. তহমিনা আখতার, ড. ক্যাপ্টেন মাহমুদ উপস্থিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, নলডাঙ্গায় দায়িত্বরত ক্যাপ্টেন সাফায়েত, বিপ্রবেলঘড়িয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিনসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পে প্রায় দুইশত রোগিীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আজ শনিবারেই প্রথম এই মেডিক্যাল টিমের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হ’ল। প্রয়োজনে জেলার বিভিন্ন স্থানে ২১ ফিল্ড অ্যাম্বুলেন্স এই চিকিৎসা সেবা প্রদান করবে।

আরও দেখুন

নাটোরে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কেন্দ্রে সেবা

মিলেছে নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঈদের ছুটিতেও নাটোরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন মা ও শিশু কল্যাণ সেবাকেন্দ্রগুলোতে …