বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ

নলডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় ৩ হাজার শিক্ষার্থীর মাঝে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে শহীদ নজমুল হক কলেজ মাঠে নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। একই সাথে ১৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হ্যান্ড সেনিটাইজার মেশিনও বিতরণ করা হয়।

নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সুকুর মন্ডলের সভাপতিত্বে এই বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, জেলা প্রশাসক শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা শিক্ষার্থীদের বইটি ভাল করে পাঠ করে তা’ থেকে বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে জেনে ভবিষ্যতে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

আরও দেখুন

পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশ্রাম,পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার …