নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
ব্যবসায়িক পাওনা টাকা নিয়ে নাটোরের নলডাঙ্গায় নাসির উদ্দিন নামের এক যুবলীগের নেতাকে মারপিটের ঘটনায় সার ব্যবসায়ী আকতারসহ ৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।বুধবার রাতে মারপিটের শিকার যুবলীগ নেতা নাছির উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।নাছির উদ্দিন পিপরুল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও বিলজোয়ানি গ্রামের মৃত সোহবান সরদারে ছেলে।আকতার হোসেন নলডাঙ্গা বাজারের সার ব্যবসায়ী ও ছাতারভাগ গ্রামের মৃত সাত্তার মন্ডলের ছেলে।
নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয়রা জানান,বুধবার বিকাল ৪টার দিকে যুবলীগ নেতা নাছির উদ্দিন দলীয় নেতাকর্মিদের নিয়ে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সামনে আসলে পিছন থেকে ধরে মারপিট শুরু করে।এসময় দুই পক্ষের মধ্যে সংর্ঘষ বেধে যায়।এতে নাছির উদ্দিন ও তার সমর্থকদের কয়েকজন আহত হয়।এ ঘটনায় যুবলীগ নেতা নাছির উদ্দিন জানান,আমার পাটুল বাজারে সার ও কীটনাশকের দোকান আছে এ সুবাদে সার ব্যবসায়ী আকতার হোসেনের সাথে ব্যবসায়িক আর্থিক লেনদেন ছিল।এনিয়ে আকতারের সাথে আমার তার দোকানে কথাকাটি হয়।এর জের ধরে আমার উপর তার লোকজন নিয়ে হামলা করে।সার ব্যবসায়ী আকতারের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।এব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান,ব্যবসায়িক আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে।এ ঘটনায় বুধবার রাতে যুবলীগ নেতা নাছির উদ্দিন বাদী হয়ে সার ব্যবসায়ী আকতার হোসেন,ঝন্টু,গোলাম হোসেন,সোহেল রানা ও আশেদুল ইসলামসহ ৫ জন কে আসামী করে মামলা দায়ের করেন।তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আরও দেখুন
নাটোরে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব পালিত
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,নাটোরে যথাযথ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব …