রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় মোটরসাইকেল সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত এক

নলডাঙ্গায় মোটরসাইকেল সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত এক

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আল আমিন (২৩) নিহত হয়েছে এবং জিসান নামে তিন বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল সাতটায় উপজেলার বাঁশভাগ গ্রামের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন উপজেলার পাটুল গ্রামের রাশেদুল ইসলামের ছেলে এবং আহত শিশু জিসান একই গ্রামের জুয়েল মন্ডল এর ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান আজ বুধবার সকাল সাতটার দিকে আলামিন তার চাচাত ভাই তিন বছরের শিশুর জিসানকে নিয়ে নলডাঙ্গা দিকে যাচ্ছিল বাঁশভাগ কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা তাকে সজোরে ধাক্কা দেয় এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আলামিন ঘটনাস্থলেই মারা যায় এ সময় শিশু গুরুতর আহত হয় এলাকাবাসী শিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সিএনজি চালক বাস ভাগ গ্রামের শুকুর আলীর ছেলে মোহাম্মদ সেন্টু (৩৮) পলাতক রয়েছে।

আরও দেখুন

গাছের সাথে বেঁধে নির্যাতন-আসামি গ্রেফতারে অনীহা পুলিশের

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:নাটোরের বাগাতিপাড়ার কৈচরপাড়া গ্রামে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারপিট করে নির্যাতন ও …