বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নলডাঙ্গায় ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
নাটোরের নলডাঙ্গায় ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহকারীদের একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাচন অফিস আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ মো: আবুল কামাল আজাদ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে ১১ জন সুপারভাইজার ৫০ জন তথ্য সংগ্রহকারি অংশ নেয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ মো: আবুল কামাল আজাদ জানান, আগামী ২১ আগস্ট উপজেলার ১টি পৌরসভা ও ৫ ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। যাদের জন্ম ১ জানুয়ারী ২০০৪ বা তার পূর্বে তারা এ নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ও নিবন্ধন করা হবে।

তিনি আরোও জানান, এ তালিকায় অন্তর্ভুক্ত হতে হলে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রয়োজন হবে। এ কার্যক্রম আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় বৃষ্টির জন্য নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক:নাটোরের বাগাতিপাড়ায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় দুটি স্থানে নামাজ আদায় করেছেন …