নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নলডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীমের উদ্যোগে রেল স্টেশন সংলগ্ন এলাকায় বিভিন্ন ধরনের গাছের চারা রোপন করা হয়। রোপনকৃত গাছের মধ্যে ফলজ, ওষুধি ও সৌন্দর্য বর্ধনকারী গাছ রয়েছে।
আজ মঙ্গলবার সকালে এ কর্মসূচি শুরু করেন আলীম সে সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস ও স্থানীয় জনসাধারণ।ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম জানান, আজ বৃক্ষ রোপন শুরু করলাম আমরা। পর্যায় ক্রমে বিভিন্ন এলাকাতে বৃক্ষ রোপন চলমান থাকবে। পরিবেশ সংরক্ষণেরর জন্য বৃক্ষ রোপন গুরুত্বপূর্ণ।
