নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
নাটোরের নলডাঙ্গায় প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের ভুয়া কাবিননামা করে ধর্ষণের অভিযোগে এস এম শাওন মাহমুদ এলাচ নামের একজন কে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার দুপুরে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের ভুয়া কাবিননামা করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত শাওন মাহমুদ ওরেফে সুদীত্ত শাওন (৩০) উপজেলার সোনাপাতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান,উপজেলার নওপাড়া গ্রামের এক কলেজ ছাত্রীর সাথে শাওন মাহমুদ প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের ভুয়া কাবিননামা তৈরি করে অনৈতিকভাবে মেলামেশা করে।পরে শাওন মাহমুদ গোপনে অন্যত্র বিয়ে করে ঘর সংসার শুরু করে।এ বিষয়টি কলেজ ছাত্রী জানতে পেরে মানসিক ও শারিরীকভাবে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়। সোমবার দুপুরে কলেজছাত্রীর পিতা বুলবুল আহমেদ বাদী হয়ে তার নামে মামলা দায়ের করলে দুপুরে শাওন মাহমুদ কে আটক করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠায়।শাওন মাহমুদ ল পাস করে নাটোর জজ কোর্টে আইনজীবি পেশায় প্র্যাকর্টিস করছে।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …