সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্র নিহত

নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির হোসেন নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গালখলসি গ্রামে পুকুরে জলমটর দিয়ে সেচ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র সাব্বির হোসেন (১৯) ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলামের ছেলে ও নলডাঙ্গা শহীদ নাজমুল হক ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গালখলসি গ্রামে সাব্বির বাড়ির পাশে পুকুরে মাছ চাষের জন্য জলমটর দিয়ে সেচ দেওয়ার প্রস্ততি নিচ্ছিল। এসময় অসাবধনতাবশতঃ বৈদ্যুতিক তারে শক লেগে পুকুরের পানিতে পড়ে যায়। আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …