নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
গাইবান্ধা থেকে বাড়ি ফেরা নাটোরের নলডাঙ্গায় এক শিক্ষিকার বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।শুক্রবার ভোরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিজ বাড়ি আসলে খবর পেয়ে দুপুরে নলডাঙ্গা থানা পুলিশ ওই শিক্ষিকার বাড়িতে লাল পতাকা ঝুলিয়ে ১৪ দিনের লক ডাউন করেন।ওই শিক্ষিকার বাড়ি উপজেলার পাবনাপাড়া গ্রামে তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার বানারীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। গাইবান্ধায় করোনা রোগী শনাক্ত হওয়ায় এবং ওই শিক্ষিকা গাইবান্ধা থেকে বাড়ি ফেরার খবর ছরিয়ে পড়লে এলাকায় আতংক দেখা দেয়।
নলডাঙ্গা থানার সেকেন্ড অফিসার রুবেল হোসেন জানান,শুক্রবার দুপুরে উপজেলার নলডাঙ্গা পৌরসভার পাবনা পাড়া গ্রামে গাইবান্ধা থেকে বাড়ি ফিরেছে এক শিক্ষিকা।খবর পেয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির ও ইউএনও স্যারের নির্দেশে ওই শিক্ষিকার বাড়িতে লাল পতাকা ঝুলিয়ে ১৪ দিনের লক ডাউন ঘোষণা করা হয়।যেহেতু গাইবান্ধায় করোনা রোগি শনাক্ত হয়েছে এ জন্য শুধু বাড়িটি লক ডাউন করা হল।এখন থেকে এ বাড়িতে কেউ ভিতরে প্রবেশ ও বাহির হতে পারবে না। স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে গাউবান্ধা থেকে মাইক্রো গাড়ি যোগে ওই শিক্ষিকা বাড়ি আসলে আমরা পুলিশে খবর দেই।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …