সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় বন্যার পানিতে ডুবে নিখোঁজের দুইদিন পর এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার

নলডাঙ্গায় বন্যার পানিতে ডুবে নিখোঁজের দুইদিন পর এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় বন্যার পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পর মদিনা খাতুন নামের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭ টার দিকে উপজেলার খাজুরা ইউনিয়নের গৌড়িপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত মদিনা খাতুন (৭) ওই গ্রামের মকসেদ আলীর মেয়ে।

এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, রবিবার দুপুরে উপজেলার খাজুরা ইউনিয়নের গৌড়িপুর গ্রামের মকসেদ আলীর যমজ দুই কন্যা শিশু মক্কা ও মদিনা বাড়ির পাশেই বন্যার পানিতে গোসল করতে নামে। পরে মক্কা গোসল করে বাড়িতে ফিরে গেলেও আরেক মেয়ে মদিনা খাতুন বাড়ি ফিরে না আসলে তাকে খোজাঁখোজি শুরু করে পরিবারের স্বজনরা। অনেক খোঁজ করে না পেয়ে সোমবার পাশের জেলা নওগাঁর আত্রাই উপজেলা থেকে একদল ডুবুরি এনে অনেক খোঁজাখোজি করেও পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ৭ টার দিকে নিখোঁজ মদিনার মরদেহ পানিতে ভেসে উঠে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কয়েকদিন আগে শিশুটি গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে শিশুটির মরদেহ পানিতে ভেসে উঠে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …