শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় বন্যার্তদের মাঝে জেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ

নলডাঙ্গায় বন্যার্তদের মাঝে জেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
বন্যা কবলিত নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের দুটি আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া ৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। বৃস্পতিবার দুপুরে উপজেলার পিপরুল ইউনিয়নের ভূষণগাছা উচ্চ বিদ্যালয় ও ভূষণগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া বন্যার্ত অসহায় ৫০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নাটোর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সাওয়ার, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, পিপরুল ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়াম প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান,বন্যা পরিস্থিতি দিনদিন অবনতি হচ্ছে। বন্যা মোকাবেলায় আমাদের যথেষ্ট প্রস্ততি রয়েছে। এ জন্য কাউকে আতল্কিত না হয়ে নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে পাশের স্কুল কলেজ ও মাদ্রসায় আশ্রয় নেওয়ার অনুরোধ জানান। বন্যা দূর্গতদের খাবার ও চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হবে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …