মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় বই উৎসবে ২ লাখ ২৩ হাজার বই বিনামূল্যে শিক্ষার্থীরা পেল

নলডাঙ্গায় বই উৎসবে ২ লাখ ২৩ হাজার বই বিনামূল্যে শিক্ষার্থীরা পেল


নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
বছরের প্রথম দিনে বই উৎসবে মেতেছিল নাটোরের নলডাঙ্গা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীরা।বুধবার বেলা সাড়ে ১০টার দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও সাকিব-আল-রাব্বি।

এবার উপজেলার মোট ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,৩০ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও ১৪ টি মাদ্রারাসার শিক্ষার্থীদের মাঝে ২ লাখ ২৩ হাজার ৮৬০ টি বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়।এর মধ্যে প্রাথমিকে ১৫ হাজার ৮৭০ টি মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৪৫ হাজার ৮৫ টি ও মাদ্রারাসায় এবতাদায়ী ২১ হাজার ৮০০ টি এবং দাখিল ৪১ হাজার ১০৫ টি বই একযোগে বিতরণ করা হয়েছে।

নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন-অর-রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান,মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভার আবদুল্লা আনছারী প্রমুখ।

আরও দেখুন

ককটেল,পেট্রোল বোমা,দেশীয় অস্ত্রসহ যুবলীগ নেতা ও তার সহযোগী আটক

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় ৩টি ককটেল,৫টি পেট্রোল বোমা ও একটি দেশীয় হাসুয়াসহ সাবেক যুবলীগের …