শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় বই উৎসবে ২ লাখ ২৩ হাজার বই বিনামূল্যে শিক্ষার্থীরা পেল

নলডাঙ্গায় বই উৎসবে ২ লাখ ২৩ হাজার বই বিনামূল্যে শিক্ষার্থীরা পেল


নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
বছরের প্রথম দিনে বই উৎসবে মেতেছিল নাটোরের নলডাঙ্গা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীরা।বুধবার বেলা সাড়ে ১০টার দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও সাকিব-আল-রাব্বি।

এবার উপজেলার মোট ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,৩০ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও ১৪ টি মাদ্রারাসার শিক্ষার্থীদের মাঝে ২ লাখ ২৩ হাজার ৮৬০ টি বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়।এর মধ্যে প্রাথমিকে ১৫ হাজার ৮৭০ টি মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৪৫ হাজার ৮৫ টি ও মাদ্রারাসায় এবতাদায়ী ২১ হাজার ৮০০ টি এবং দাখিল ৪১ হাজার ১০৫ টি বই একযোগে বিতরণ করা হয়েছে।

নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন-অর-রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান,মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভার আবদুল্লা আনছারী প্রমুখ।

আরও দেখুন

নলডাঙ্গায় উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নলডাঙ্গা উন্নয়ন …