নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা : নাটোরে দীর্ঘ দিন ধরে প্রভাবশালীদের দখলে থাকা ৩টি সরকারী পুকুর দখল মুক্ত করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান পুকুর তিনটি সরকারী ভাবে দখলে নেন। এরপর সেখানে লাল নিশান টাঙিয়ে সর্তকতা জারি করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান জানান, নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নে অর্পিত (ভিপি)সম্পত্তির ২ একর ১৩ শতক পুকুরটি ২০০৬ সালে মর্জিনা খাতুনের নামে সব শেষ লীজ বাতিল হয়। এরপর ২০০৭সালে হুরমুতউল্লাহ নামে ৫৯ শতক এবং ২০০৭সালে মুনজুর রহমানের নামে ১ একর ১৯ শতক পুকুরটির লীজের মেয়াদ শেষ হয়। এরপর স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা পুকুর তিনটি সরকারী ভাবে লীজ দিতে বিভিন্ন ভাবে বাধা প্রদান করে আসছিল। সবশেষ মঙ্গলবার দুপুরে ওই তিনটি পুকুরের পাড়ে লাল নিশান টাঙিয়ে সরকারের অনুকূলে দখলে নেন সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান। সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান বলেন, লীজ ছাড়াই পুকুর তিনটি ভোগ দখল করে আসছিল স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরা। তারা বিভিন্ন সময় মসজিদ এবং মাদ্রাসার নাম ভাঙিয়ে পুকুরগুলো দখল করে রেখেছিল। এতে করে সরকার প্রতিবছর তিনটি পুকুর থেকে অন্ততঃ ১০লাখ টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে। সরকারী সম্পত্তি উদ্ধার অভিযানের অংশ হিসেবে পুকুর তিনটি দখলমুক্ত করা হয়েছে। আগামীতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আরও দেখুন
সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …