সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গায় পুলিশ পরিবারের ছিনতাইয়ের ঘটনায় ২ জন জেল হাজতে

নলডাঙ্গায় পুলিশ পরিবারের ছিনতাইয়ের ঘটনায় ২ জন জেল হাজতে

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় পুলিশ সদস্য ও তার পরিবারের সদস্যদের কাছে থেকে ছিনতাইয়ের ঘটনায় ইউপি মেম্বার আব্দুল আলিম ও তার শশুড় নবির উদ্দিনকে আলাদতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, পুলিশ সদস্যের আরজুর শ্বশুর ইকবাল হোসেনের দায়ের করা মামলায় গ্রেফতার মাধনগর ইউনিয়নের মেম্বার আব্দুল আলিম ও তার শশুড় নবির উদ্দিনকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

গতকাল রোববার বিকেলে নাটোর শহরের তেবাড়িয়া এলাকার বাসিন্দা ও গাজীপুর সদর থানার কর্মরত পুলিশ সদস্য আরজু রাজশাহী জেলার বাঘমারা উপজেলার বীরকুৎসায় শ্বশুড় বাড়িতে ফিরছিলেন। পথে নলডাঙ্গা উপজেলার শিমুলতলী এলাকার কুচিয়ামারায় আব্দুল আলিমের ব্যক্তিগত কাঠের সাঁকোতে টোলের টাকা কম দেন আরজু। এর প্রেক্ষিতে আলিমের ভাগিনা রবিউল আলম রিপন ও তার সহযোগিরা পুলিশ সদস্য আরজুর কাছে থাকা নগদ ৮ হাজার টাকা এবং তার স্ত্রীর স্বর্ণের চেইন ও একটি নাকফুল জোর করে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ সদস্যের আরজুর শশুর ইকবাল হোসেন ৪ জনকে অভিযুক্ত করে রোববার রাতে নলডাঙ্গা থানায় মামলা করেন। মামলার ২ অভিযুক্ত আব্দুল আলিম ও তার শ্বশুড় নবির উদ্দিনকে রাতেই গ্রেফতার করে পুলিশ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …