নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে চার বছরের ফয়সাল হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশু ফয়সাল হোসেন (৪) ওই গ্রামের রুবেল হোসেনের ছেলে।
নিহতের পরিবার ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বুধবার সকালে উপজেলার পশ্চিম মাধনগর সরদার পাড়া গ্রামে রুবেল হোসেনের ছেলে ফয়সাল বাড়ির পাশে প্রতিবেশি দুই শিশুর সাথে খেলার সময় পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। পড়ে শিশুটির মরদেহ পুকুরের পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
