রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / নলডাঙ্গায় নব নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন

নলডাঙ্গায় নব নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় নব নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে নলডাঙ্গায় ৫০শয্যা বিশিষ্ট এ উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের উদ্বোধন করেন নাটোর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে জেলা প্রশাসক শামীম আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মাহবুব হোসেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ।

এ সময় নব নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজে নিয়োজিত প্রকৌশলী ফারুক আহমেদ জানান ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণ কাজে ব্যয় হয়েছে ২৬ কোটি ৮৭ লক্ষ ৮৭ হাজার ২২২ টাকা।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …